সরকারের নানা আশ্বাসের পরও কমছে না দ্রব্যমূল্য

নিজস্ব প্রতিবেদক

রোজা শুরু হওয়ার দুই মাস আগেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায় দেশের সব বাজারে। এর তিন সপ্তাহ পর কিছু পণ্যের দাম কমলেও আবার তা বেড়ে গেছে।  

চট্টগ্রামের বাজারে এখন ছোলা, চিনি, সয়াবিনসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। রোজার আগেই মূল্য বৃদ্ধির এই ধারা নিম্নবিত্তের কষ্ট বাড়িয়েছে।

বাজারে ঢুকে ক্রেতাদের হতাশ হতেই বেশি দেখা যায় এখন।  


আমাদের দেশে অদ্ভূত এক ডিগ্রির নাম এমফিল

হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিল হেফাজত

আমি আবার নতুন করে রাজনীতি শুরু করবো: একরামুল করিম

বিএনপি নেত্রী নিপুণ রায় আটক


এই ধারাবাহিকতায় টিসিবির ভর্তুকি পণ্যের ট্রাকে ভিড় বেড়েছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাকগুলো থেকে পণ্য বিক্রি করতে হিমশিম খাচ্ছেন শ্রমিক-কর্মচারিরা। তবে নগরজুড়ে ট্রাকের সংখ্যা এখনো কম বলে অভিযোগ ক্রেতাদের।

news24bd.tv নাজিম