মন ভালো নেই শ্রীলেখার

মন ভালো নেই শ্রীলেখার

অনলাইন ডেস্ক

মন ভালো নেই টলিগঞ্জ অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। আর তাই প্রত্যেক বছরই ঘটা করে বসন্ত উত্সব পালন করলেও এবছর কোনো ভাবেই আনন্দের রঙ মাখতে রাজি নন শ্রীলেখা।

গত বছর করোনার কারণে ঘরোয়া অনুষ্ঠানে বসন্তের আবির গায়ে মেখেছিলেন শ্রীলেখা।

ভীষণ মন খারাপ শ্রীলেখা শনিবার রাতে ফেসবুক পোস্ট করে জানান, ‘বন্ধুরা, এবছর হোলি আমার জন্য নয়’।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


মন খারাপ ও অবসাদের বিষয়ে শ্রীলেখা বলেন, ‘হুম, ডিপ্রেসন হয় আমার। আমি তো একজন মননশীল মানুষ, আমার মতো একজন সেনসিটিভ মানুষ চারপাশের এত অবক্ষয় দেখে কী করে ঠিক থাকবে? অবসাদে তো আসবেই। আমি চালাক নই, কিন্তু আমি বুদ্ধিমতী। আর বুদ্ধিমতী বলেই চারপাশের মানুষের মুখ আর মুখোশের পার্থক্যটা বুঝি।

যত সেই মুখোশগুলো খুলে যাচ্ছে, ততই আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু আমি এতে ভালো আছি। আমার খুব ছোট পৃথিবী, সেই পৃথিবী নিয়ে আমি খুশি। ’

অভিনেত্রী আরো বলেন, ‘ছবির শ্রীলেখা অনিশ্চয়তায় ভোগেন। শ্রীলেখার মতো অনেকেই এই ইন্ডাস্ট্রিতে অনিশ্চয়তায় ভোগেন। আর তাই তো তারা আজকাল কোনো না কোনো দলের কাছে নিজেদের বিক্রি করে দিচ্ছেন। শ্রীলেখা মিত্র কিন্তু কোনো অনিশ্চয়তায় ভোগেন না। কারণ আমি আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য করতে পারি, বাকিরা পারেন না। ’

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক