মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপে আগুন

মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপে আগুন

অনলাইন ডেস্ক

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ শিমরাইল এলাকার মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। হেফাজত সমর্থকদের সরিয়ে দেওয়ার পর রোববার (২৮ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ধীরে ধীরে মহাসড়কের যান চলাচল শুরু হয়। মহাসড়কের ঢাকাগামী লেন দিয়ে গাড়ি চলাচল শুরু হবার কিছু সময় পরেই ২টি গাড়িতে আগুন দেয় কয়েকজন।

এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৯টি গাড়িতে অগ্নিসংযোগ করতে দেখা যায়।


স্কুল-কলেজ যদি ৩০ মার্চ খুলে, বিশ্ববিদ্যালয় কেন ২৪ মে?

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে দুই নৌকা ডুবি

রমজান মাসেও খুলা থাকবে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

রাজধানীর কারওয়ান বাজারে আগুন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এ ব্যাপারে বলেন, ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কয়েকটি গাড়ির আগুন নেভানো গেলেও অধিকাংশই এখনও জ্বলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ নিয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে ঢাকার সাথে চট্টগ্রাম বিভাগের যান চলাচল অবরুদ্ধ রয়েছে বলে জানান তিনি।

news24bd.tv তৌহিদ