দুই দিন পর চট্টগ্রামের-হাটহাজারী সড়ক সচল
প্রশাসনের হস্তক্ষেপে

দুই দিন পর চট্টগ্রামের-হাটহাজারী সড়ক সচল

অনলাইন ডেস্ক

দুই দিন পর প্রশাসনের হস্তক্ষেপে চট্টগ্রামের হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৮ মার্চ) রাত নয়টায় দিকে সড়কটি সচল করা হয়। শনিবার দুপুর থেকে প্রধান সড়কে দেয়াল তুলে পুরোপুরি চলাচল বন্ধ করে দেয় হেফাজতের নেতা কর্মীরা।

এরপর থেকে শুধু যান চলাচল নয়, সাধারন মানুষ পায়ে হেঁটে চলা ও বন্ধ হয়ে যায়।

হেফাজতের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে রাস্তায় অবস্থান নেয়। প্রশাসনের পক্ষ থেকে বার বার চেষ্টা করা হলে ও তারা সড়ক ছেড়ে যায়নি।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, শুক্রবার দুপুরে নামাজের পর পুলিশের সাথে হেফাজতের নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকে মূলত বন্ধ হয়ে যায় চট্টগ্রাম-হাটহাজারী যান চলাচল।

 

এরপর প্রশাসনের সকলকে নিয়ে রাত নয়টায় রাস্তায় তুলে দেয়া দেয়ালটি পুরোপুরি অপসারণ করা হয়। নয়টার পর থেকে পুনরায় দুই দিন পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। যান চলাচল স্বাভাবিক হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়। জনমনে স্বস্তি ফিরে আসে।

news24bd.tv / কামরুল