জাহাজ জট মুক্ত হলো সুয়েজ খাল

জাহাজ জট মুক্ত হলো সুয়েজ খাল

অনলাইন ডেস্ক

সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভারগ্রীন মুক্ত হয়েছে। জাহাজটি এক সপ্তাহ আগে সুয়েজ খালে আটকে পড়েছিল। এক সপ্তাহ যাবৎ ১০টি টাগবোট দিয়ে জাহাজের চারপাশের খালের খনন করে শেষ পর্যন্ত উদ্ধার করা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

গত মঙ্গলবার থেকে সুয়েজখালে জাহাজটি আটকে ছিল।  সোমবার ভিডিও পোস্ট করা সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের স্থান খোলার সাথে খালের পাড়ের দিকে এভারগ্রিনের দুলানো কড়া প্রদর্শন করতে দেখা গেছে। মেরিটাইম সার্ভিস সংস্থা ইনচেকও জানিয়েছে যে জাহাজটি মুক্ত হয়েছে।

জাহাজটি সরিয়ে নেওয়ার জন্য টাগবোটগুলো এবং ড্রেজারের বহু প্রচেষ্টা ছিল।

সুয়েজখাল বিশ্বের অন্যতম ব্যস্ততম খাল। এই খাল দিয়ে এশিয়ার সাথে ইউরোপের বাণিজ্য যোগাযোগ রক্ষা হয়।  

এভারগ্রিন জাহাজটি আটকে পড়ার কারণে অন্যান্য জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হয়েছে। জাহাজটি আটকে পড়ার কয়েকদিন পরে ২০ হাজার কন্টেইনার সরিয়ে নিয়েছিল ওই জাহাজ থেকে। যাতে জাহাজটি হালকা হয়ে উদ্ধার কাজে সহায়তা হয়।  

বিশেষজ্ঞরা এর আগে বিবিসিকে বলেছিলেন যে এই ধরনের অপারেশনের জন্য বিশেষজ্ঞ সরঞ্জাম আনতে হবে। যার মধ্যে একটি ক্রেন ৬০ মিটার (২০০ ফুটেরও বেশি) প্রসারিত হওয়া প্রয়োজন। এজন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।  

news24bd.tv আয়শা