ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বাহরাইন

ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বাহরাইন

অনলাইন ডেস্ক

বাহরাইনে সরকারবিরোধী আন্দোলন করার কারণে যেসব কিশোরীকে আটক করা হয়েছে তাদের ওপর ধর্ষন করার মত বর্বর নির্যাতন চালানোর হুমকি দেওয়া হয়েছে। এসব নারীকে ধর্ষণের হুমকি দিয়েছে বাহরাইনের নিরাপত্তা বাহিনী।   

বাহরাইনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের  রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

বাহরাইন সরকারের বৈষম্য এবং শোষণ-নিপীড়নের বিরুদ্ধে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড আন্দোলন শুরু হয়।

তবে গত এক দশক ধরে কঠোর দমন-পীড়নের মাধ্যমেও বন্ধ করা যায় নি সে আন্দোলন।   


ইন্দোনেশিয়ায় তেল ও প্রাকৃতিক গ্যাস শোধনাগারে বিস্ফোরণ (ভিডিও)

মহাসড়কে একটি বাস, চারটি ট্রাক ও চারটি পিক-আপে আগুন

শবে বরাতে আতশবাজি-পটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা

দুই দিন পর চট্টগ্রামের-হাটহাজারী সড়ক সচল


আন্দোলনে যোগ দেয়ার জন্য যেমন রাজনীতিবিদদের আটক করা হয়েছে, তেমনি আটক করা হয়েছে সংবাদকর্মী থেকে মানবাধিকারকর্মী সবাইকে। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা রয়েছেন।

দেশটিতে বিরোধীদের আন্দোলন দমানোর নামে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও পশ্চিমা দেশগুলো একেবারেই চুপ রয়েছে।

শুধু তাই নয়, তাদের দেয়া নানা সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বাহরাইনের জনগণের বিরুদ্ধে।

news24bd.tv আয়শা