স্যামসাং এর নতুন ফোনে যা পাচ্ছেন

স্যামসাং এর নতুন ফোনে যা পাচ্ছেন

অনলাইন ডেস্ক

বিশ্বের বৃহত্তম স্মার্টফোন ও মেমোরি চিপ নির্মাতা স্যামসাং আরও একটি অত্যধুনিক ফোন লঞ্চ করতে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এ ৮২ নামের এই ফোনে আছে নতুন সব ফিচার। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে ৬ জিবি রেম এবং  ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি রেম  এই দুই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন ফোনটি।

ক্যামেরা: এই ফোনের ব্যাক সাইডে থাকছে ৬৪ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগা পিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।

আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ২৫ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।

ব্যাটারি: এই ফোনে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ২৫ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।

ডিসপ্লে: এতে থাকছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড এইচডি প্লাস ডিসপ্লে।

এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০*২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৪৩১।

নেটওয়ার্ক: নেটওয়ার্ক হিসেবে এতে জিএসএম, এইচপি,৫জি এবং এল টি ই টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

বডি: এর বডি ডাইমেনশন হচ্ছে ১৫১.৬*৭১.৩*৭.৮মিলিমিটার এর। এর ওজন হচ্ছে ১৬৯ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


অপারেটিং সিস্টেম: অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ যা ৭ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনো ৬৫০।

কালার: ফোনটি পাওয়া যাচ্ছে ৩ টি কালার ভেরিয়েন্ট এ । একটি হল গ্রে, আরেকটি হলো গোল্ডেন আরেকটি হলো কালো রংয়ের।

দেশের বাজারে ফোনটি এর দাম হচ্ছে ৬৩৯৯০ টাকা বলে জানিয়েছে প্রতিষ্টানটি।

news24bd.tv/আলী