সাধারণ ক্ষমার রাত সমাগত

সাধারণ ক্ষমার রাত সমাগত

Other

সাধারণ ক্ষমার রাত সমাগত। অগণিত মানুষকে মহান রব এ রাতে ক্ষমা করেন।

সাধারণ ক্ষমার এ রাতেও যাদেরকে মহান রব ক্ষমা করেন না তাদের মধ্যে অন্যতম হল -  যারা মহান আল্লাহর একক ক্ষমতায় অংশীদারি সাব্যস্থ করেন এমন মুশরিক, যারা পিতা-মাতার অবাধ্য, যাদের অন্তরে অপরের প্রতি বিদ্বেষ রয়েছে।

দিন পেরিয়ে রাত আসার আগেই শিরকের জন্য তওবা করুন।

পিতা-মাতা বা তাঁদের একজনও জীবিত থাকলে তাদের কাছে ক্ষমা চান। কোন ভাই/বোনের প্রতি বিদ্বেষ থাকলে, বিদ্বেষ মন থেকে ঝেড়ে ফেলুন, সম্ভব হলে তাদের সাথে কথা বলুন।


আরও পড়ুনঃ


 

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


এবার  স্রষ্টার ক্ষমা পেতে বিশুদ্ধ চিত্তে রাতভর  ইবাদতে মশগুল থাকুন। আামদের রব বান্দার প্রতি বড়ই ক্ষমাশীল ও দয়ালু।

লেখক: অধ্যাপক, আইন বিভাগ,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক