ঝালকাঠিতে ইউপি নির্বাচনে প্রার্থীর অফিসে হামলা

ঝালকাঠিতে ইউপি নির্বাচনে প্রার্থীর অফিসে হামলা

Other

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আভযোগ পাওয়া গেছে।

সোমবার ভোররাতে সদর উপজেলার গাভখান ধানসিঁড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ও এ ইউনিয়নের নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

এদিকে কাঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদ জানান, গত রাত ১০ টার দিকে বিদ্রোহী প্রার্থী জাকির ফরাজী ও তার ভাই জিয়া ফরাজীর নেতৃত্বে আলমগীর জোমদ্দার, ঈশাদ হাওলাদার, মাহিম হাওলাদারসহ অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী তার নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালায়।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে সুমন ও রিপন নামে দুই কর্মী কুপিয়ে গুরুতর আহত করে।  

তাদেরকে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটানয়ই আলাদা আলাদা ভাবে ঝালকাঠি সদর ও কাঠালিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এসব ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে  জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসিরা।

এদিকে রোববার রাতে শেখেরহাট ইউনিয়েনের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন সুরুজের কর্মীরা সতন্ত্র প্রার্থী শেখ নুরুল হাদীর নির্বাচনী কার্যালয়, ৪ সমর্থকের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

এ সময় দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না বলেও প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এদিকে ২৮ তারিখ রাতে শেখের হাট ইইনয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

news24bd.tv তৌহিদ