প্রতিটি মৃত্যুর দায় না নিলেও অন্তত কষ্টটা উপলব্ধি করুন

প্রতিটি মৃত্যুর দায় না নিলেও অন্তত কষ্টটা উপলব্ধি করুন

Other

জনাব আলী আকবর খান আমার একটি অনুষ্ঠানে এসে গল্প শুনিয়েছিলেন। ভেগোলজিকাল গল্প।   তিনি মজা করে বুঝিয়েছিলেন ভেগোলজি কি। যার সারমর্ম হলো, এই গল্পে সব কিছু ভেগ থাকবে, (Vague - অস্বচ্ছ, অস্পষ্ট)।

যেমন আপনি বলবেন আমি সীমিতভাবে ধূমপান করি বলে স্বাস্থ্যবিধি মেনে জরুরী প্রয়োজনে বাড়ী থেকে বের হয়ে কোন জনাকীর্ণ এলাকায় না গিয়ে ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা পরিহার করে , জনপরিবহনে অর্ধেক সীট আছে বলে কোথাও বের হবার আগে চিন্তা করে আর বের হই না।

আপনি আসলে কি বললেন? এটাই ভেগোলজি।

পত্রিকায় দেখলাম একটি নির্দেশনা এসেছে। করোনা সংক্রান্ত।

সেখানে সবই হচ্ছে এবং হবে এরকম সুযোগ অব্যাহত রেখে ভেগলজিকাল বহু বিষয়ের অবতারণা করা হয়েছে।  

- যেমন সকল ধরনের জনসমাগম সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ। বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

সকল ধরনের জনসমাগমের মধ্যে কি বিয়ে ও সামাজিক অনুষ্ঠান পড়ে না। তাহলে আলাদাভাবে বলার দরকার কি?
নিরুৎসাহিতকরণের প্রক্রিয়া কি?

বিয়ে মানেই তো জনসমাগম। কতজন এর আগমন হলে সমাগম হয় না?
আলাদা করে উচ্চ সংক্রমনযুক্ত এলাকা আছে কি? সেই ম্যাপ কোথায় পাওয়া যাবে?
- মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে; 
যে কোন বিবাহ বা সামাজিক অনুষ্ঠানের চেয়ে মসজিদে বা উপাসনালয়ে জনসমাগম বেশী হয়। সেখানে স্বাস্থ্যবিধি মানলে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানেও একই নির্দেশ দিলে কি সমস্যা ?

- পর্যটন/ বিনোদন কেন্দ্র সিনেমা হল/ থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে;
বইমেলার অনুমতি দিয়েছেন। এখন কিভাবে নিরুৎসাহিত করবেন? সিনেমা হলে জনসমাগম সীমিত করলে কি সিনেমার টিকেটের দাম বাড়াবেন?
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে; ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে;


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


 

- এত খোলা জায়গা কোথায় আছে? রাস্তার ওপরে? খোলা জায়গায় পচনশীল দ্রব্য বেচা কি গরমের দিনে খুব সহজ কাজ? যেমন দুধ, ফ্রোজেন মাছ মাংস, ডিম ....
- অপ্রয়োজনীয় ঘোরাফেরা/ আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে;

কোনটা অপ্রয়োজনীয়? কিভাবে বুঝবেন? রাত দশটার পরে নিয়ন্ত্রন কিভাবে করবেন কারফিউ ছাড়া?
- জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/ অসুস্থ/ বয়স ৫৫-ঊর্ধ্ব কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে;

শিল্প কারখানায় ৫০ ভাগ জনবল দিলে বাকিরা কি করবে? উৎপাদন অর্ধেক করে ফেললে বেতন কি অর্ধেক হবে? 
- শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে;

নিত্যদ্রব্য খোলাজায়গায় বেচতে হবে। আর শপিংমলও খোলা থাকবে? শপিং মলে কি নিত্যদ্রব্য বেচে না। স্বপ্ন আগোরা মীনাবাজার কি করবে? খোলা জায়গায় যাবে না?
- সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে;
একটা গণপরীক্ষা বলেন তো যেখানে সশরীরে উপস্থিত হতে হয় না?

- কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।
প্রবেশ ও অবস্থানকালীন মাস্ক পরতে হবে আর বের হওয়ার কালে সেটা কি করবে? নাকের তলে ঝুলবে নাকি ফেলে দেবে?
- হোটেল-রেস্তোরাঁগুলোতে ধারণ ক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষের প্রবেশ বন্ধ করতে হবে;

যারা হোটেলে খায় তাদের অর্ধেক কোথায় খাবে?  দুপুরের খাবার কি রাতে খাবে? নাকি হোটেল রেস্তোরার সংখ্যা দ্বিগুন হবে?
প্রতিটি লাইনে এরকম ভেগোলজি আছে।
আমি কয়েকটা বললাম মাত্র।

দয়া করে ভেগোলজি না করে বিজ্ঞানভিত্তিক বাস্তবসম্মত কাজকর্ম করেন।
অহংকারের বিশাল ড্রাম আর তেলের রিফাইনারী থেকে দুরে গিয়ে যারা বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নিন।
প্রতিটি মৃত্যুর জন্য দায় না নিলেও অন্তত কষ্টটা উপলব্ধি করেন। দয়া করে ভেগোলজি চর্চার মাধ্যমে করোনা ঠেকানোর চেষ্টা না করে , যেটা করলে কাজ হবে সেটা করেন।

বাজারে টক্সিলিজুমাব পাওয়া যাচ্ছে না। একটা মাত্র কোম্পানী এটা বেচে। এটার বিষয়ে কি করেছেন সেটা বলেন।
আরো অনেক কিছু আছে। কিছু বললেই আপনারা রুষ্ট হন। নিজের জন্য বলিনা ভাই। আপনাদের ভালোর জন্য বলি।

 আব্দুন নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব। ফেসবুক থেকে নেওয়া।

news24bd.tv/আলী