চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, শাহাদাতসহ আটক ১৫

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, শাহাদাতসহ আটক ১৫

Other

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কিছু দোকাপাট ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।  

এঘটনায় নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাতসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।  চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি।

এতে পুলিশ বাধা দেয়।  

পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ছাড়াও রাস্তায় ব্যারিক্যাড দিয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়ে।

সংঘর্ষ চলে প্রায় ঘণ্টাখানেক।


জানাজার নামাজের জন্য হেফাজতির কাছে যাব না : এমপি মোকতাদির

কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গণপরিবহনে আবারো যাত্রী অর্ধেক করার নির্দেশ

আঙুল তোলার আগে নিজেদের ভূমিকাটার দিকেও একটু নজর দেই

প্রতিটি মৃত্যুর দায় না নিলেও অন্তত কষ্টটা উপলব্ধি করুন


পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, গুলি ও লাঠিচার্জ করে পুলিশ। নগর বিএনপির অফিসে অভিযান চালিয়ে মহিলাদলের নগর সভাপতি মনোয়ার মনিসহ আটক করা হয় বেশ কয়েক জনকে। সন্ধ্যার পর নগরীর ট্রিটমেন্ট হাসপাতালের চেম্বার থেকে নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

news24bd.tv নাজিম