গাজীপুরে বিএনপির মিছিলে তিনজন গুলিবিদ্ধ

গাজীপুরে বিএনপির মিছিলে তিনজন গুলিবিদ্ধ

Other

গাজীপুর জেলা শহরে সদর মেট্রো থানা বিএনপির বিক্ষোভ মিছিলে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন মাথায় এবং বাকি দুজন হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়।

মেট্রো থানা বিএনপির সভাপতি আবদুস সালাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে জয়দেবপুরের কাজী আজিমউদ্দিন কলেজ এলাকায় বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বের করার কিছুক্ষণের মধ্যেই পুলিশ দূর থেকেই এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এতে মেট্রো সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ জয় মাথায়, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিফাত পায়ে ও যুবদল নেতা সাইদুর হাতে গুলিবিদ্ধ হয়।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


এছাড়াও পুলিশের গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় আরো কয়েকজন আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিকেলে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান এবং সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গুলির বিষয়ে তাদের কিছুই জানা নেই।

তবে ভিন্ন সূত্র বলছে, বিএনপি তাদের এ কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশ বিভাগে আবেদন করেছিল। কিন্তু তাদেরকে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।

news24bd.tv তৌহিদ