করোনাকাল, তবু মনে হচ্ছে হারব না আমরা

করোনাকাল, তবু মনে হচ্ছে হারব না আমরা

Other

আমরা লেখকরা কতো অল্পে সন্তুষ্ট থাকি। ১৭ কোটি লোকের দেশ, অতি সামান্য দাম (একটা মাসালা চা-এর সমান), তবু মাত্র ১ হাজার বই বিক্রয় হলে খুশি হয়ে যাই।  

অথচ তা-ও হয় না অনেক লেখকের জীবনে!

আমি এসব মানি না। বাতিঘরের দীপঙ্কর আর রাশেদকে বলেছি ‘পিএইচডির গল্প’ যদি অন্তত তিনহাজার কপি বিক্রয় না হয়, জীবনে আর আত্মজৈবনিক কিছু লিখব না।

 

গল্পের বই নিয়ে পাঠকের আগ্রহ কম। কিন্তু ‘সংসার’ যদি একহাজারও না চলে, জীবনে আর বের হবে না আমার গল্পের বই। এটাও বলেছি প্রখমা-র হুমায়ুনকে।

করোনাকাল, তবু মনে হচ্ছে হারব না আমরা।

প্রথমা, বাতিঘর, আমি।

আসিফ নজরুল, রাজনৈতিক বিশ্লেষক (ফেসবুক থেকে)

news24bd.tv তৌহিদ