পাকিস্তানের সাময়িকীতে শেখ হাসিনা

পাকিস্তানের সাময়িকীতে শেখ হাসিনা

অনলাইন ডেস্ক

১৯৭৭ সাল থেকে প্রতিমাসে নিয়মিত প্রকাশিত পত্রিকা সাউথ এশিয়ায় মার্চ সংখ্যার প্রচ্ছদে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে এটির নাম ছিল থার্ড ওয়ার্ল্ড।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সাময়িকীটির মার্চ সংখ্যাটি সাজানো হয়েছে । সাতটি নিবন্ধ স্থান পেয়েছে এতে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. ফরিদা খান ইংরেজি ভাষায় এই প্রবন্ধগুলোর প্রথমটা লিখেছেন।

তিনি তাঁর প্রবন্ধের নাম দিয়েছেন 'টেকিং স্টক'।

এর পরের প্রবন্ধেটির নাম 'লাইফ বিগিনস অ্যাট ৫০'।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


এটি লিখেছেন পাকিস্তানের সাবেক সিনেটর জাভেদ জব্বার।

তিনি একজন লেখক, প্রাক্তন সিনেটর এবং ফেডারেল মন্ত্রী।  

তৃতীয় প্রবন্ধটি লিখেছেন ডা. আহরার আহমদ। তার প্রবন্ধের নাম 'প্লিজেন্ট সারপ্রাইজ'।

চতুর্থ প্রবন্ধটির নাম 'ফাস্ট ট্র্যাক'। এটি লিখেছেন মাজেদ আজিজ। পঞ্চমটি লিখেছেন, ডানকান বার্টলেট। নাম দিয়েছেন 'ম্যালাইস টুওয়ার্ডস নান?'

ষষ্ঠ প্রবন্ধটির নাম 'ডেভেলপমেন্ট মিরাকল'। লিখেছেন, বিরুপাক্ষ পাল। সপ্তমটি লিখেছেন আসিফ জাবেদ। নাম দিয়েছেন, 'ইকোনমিক সলিউশন'।

পড়তে পারবেন এই লিংকে : http://www.southasia.com.pk/category/cover-story/

news24bd.tv তৌহিদ