ফেসবুকের ওপড় করা ‘নিয়ন্ত্রণ’ তুলে নেওয়া হলো

ফেসবুকের ওপড় করা ‘নিয়ন্ত্রণ’ তুলে নেওয়া হলো

অনলাইন ডেস্ক

ফেসবুকের ওপর থেকে ‘নিয়ন্ত্রণ’ অবশেষে তুলে নেওয়া হলো। তিন দিন আগে গত শুক্রবার সন্ধ্যা থেকে ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন।

আজ সোমবার সন্ধ্যা থেকে এ সমস্যা দেখা যাচ্ছে না বলে নিশ্চিত করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র।

তিনি বলেন, ‘ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছিল।

সেটা এখন আর হচ্ছে না। ’


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


এর আগে শুক্রবার থেকে হেফাজতে ইসলামের বিক্ষোভ ও সংঘর্ষের পর ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।

শনিবার রাতে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছিল, বাংলাদেশের সেবা সীমিত হওয়ার বিষয়টি তারা জানে। ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।

ফেসবুক বন্ধ নিয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছিল, ফেসবুক নিয়ন্ত্রণ করার জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই সেই প্রযুক্তি রয়েছে।

news24bd.tv তৌহিদ