শিল্পী মিজানুর রহমানের শিল্পকর্মের প্রদর্শনী চলবে ১১ এপ্রিল পর্যন্ত

শিল্পী মিজানুর রহমানের শিল্পকর্মের প্রদর্শনী চলবে ১১ এপ্রিল পর্যন্ত

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর ভিওি করে ২৮ মার্চ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শিল্পী মিজানুর রহমানের নির্বাচিত শিল্পকর্মের পক্ষকালব্যাপী একক চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

একাডেমির জাতীয় চিত্রাশালা মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি প্রধান অতিথি থেকে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী অধ্যাপক আবুল বারক আলভী।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


ডা.দীপু মনি বলেন, শিল্পী মিজানুর রহমানের চিত্রকর্মের ছবি দেখে আমার বেশ ভালো লেখেছে এবং তার আঁকা ছবি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের উপর কাজ করা।

আমরা ৭ই মার্চের ছবি, নাটক, গান, কবিতা, ইত্যাদি মাধ্যমে দেখে থাকি।

প্রদর্শনী ২৮ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

news24bd.tv তৌহিদ