ফোনের ব্যাটারি নিয়ে ভাবনা আর না

ফোনের ব্যাটারি নিয়ে ভাবনা আর না

অনলাইন ডেস্ক

প্রযুক্তি বিশ্বে একের পর এক চমক নিয়ে আসছে চীনের এ্যাপল খ্যাত শাওমি। এবার শাওমি ফোনের ব্যাটারিতে নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছে। শাওমি এমন একটি ব্যাটারি তৈরি করছে যা ফোনের আয়ু বাড়িয়ে দেবে আরও বেশি সময়। নতুন এই ব্যাটারি ব্যবহার শুরু হচ্ছে তাদের নতুন মি ১১ আল্টা মডেলের ফোনে।

নতুন ফোনে শাওমির তৈরি নিজস্ব চিপ থাকবে। মার্চের মধ্যেই ডিভাইসটি বাজারে আসার কথা রয়েছে। এই ফোনের বড় চমক হচ্ছে এতে নতুন ধরনের লিকুইড লেন্স টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

জানা গেছে, শাওমি তাদের নতুন ফোনে সিলিকন-অক্সিজেন অ্যানোড ব্যাটারি ব্যবহার করবে।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে আগের চেয়ে কম চার্জ ফুরাবে। ফোনটিতে এমন একটি চিপ ব্যবহার করা হচ্ছে যেটা ফোনটি কম চার্জ খরচ করে দ্রুতগতিতে কাজ করবে।

সম্প্রতি শাওমি তাদের নতুন ফোনের একটি টিজার প্রকাশ করেছে। টিজারে ফোনটির ব্যাটারি ও চিপের কথা উল্লেখ করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়াতে সরকারি স্থাপনায় আগুন,প্রেসক্লাবে হামলা

পল্টন মোড়ে লাঠিসোটা নিয়ে হেফাজত নেতাকর্মীদের অবস্থান

হরতালকে ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সাইনবোর্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে আহত ৩


 

শাওমি বলছে, তাদের নতুন প্রযুক্তির ব্যাটারি হবে পাতলা, শক্তিশালী এবং দ্রুতগতির। শাওমি এই প্রযুক্তি ধার করেছে ‘নিউ এনার্জি ভেইকেল’ ধারণা থেকে। তারা ফোনটিতে গ্রাফাইটের পরিবর্তে সিলিকনের ক্ষুদ্র কণা ব্যবহার করছে। যেটা ১০ গুণ বেশি দ্রুতগতিতে ব্যাটারি চার্জ করবে।

news24bd.tv/আলী