হেফাজতের সংবাদ বয়কটের ঘোষণা

হেফাজতের সংবাদ বয়কটের ঘোষণা

অনলাইন ডেস্ক

হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা ও প্রেস ক্লাবে ভাঙচুরের ঘটনায় দলটির সংবাদ না করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিকরা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
এ ঘোষণা দেয়।


জানাজার নামাজের জন্য হেফাজতির কাছে যাব না : এমপি মোকতাদির

কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গণপরিবহনে আবারো যাত্রী অর্ধেক করার নির্দেশ

করোনা আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৮১ জন


সমাবেশে বক্তারা বলেন, হেফাজতের হরতালের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা এবং প্রেস ক্লাবে ভাঙচুর করা হয়।

এ হামলা ও ভাঙচুর পরিকল্পিত।

এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক নেতারা হেফাজতের কোনো নিউজ না করার ঘোষণা দেন। পরে বিক্ষোভ মিছিল হয়।

news24bd.tv তৌহিদ