দেশের লেখক-কবি-সাহিত্যিকদের আচরণ দেখে ভাবলাম প্রতিবাদ করি

আমিনুল ইসলাম

দেশের লেখক-কবি-সাহিত্যিকদের আচরণ দেখে ভাবলাম প্রতিবাদ করি

Other

অন্য আর সকল পেশার মানুষজনের কথা বাদ দিলাম। একটা দেশের বুদ্ধিজীবী, কবি- সাহিত্যিক'রা কি করে এমন আচরণ করতে পারে? সরকার কোন কড়াকড়ি আরোপ করছে না। কাউকে দেখে মনে হচ্ছে না এই নিয়ে কোন মাথা ব্যথা আছে। কিন্তু তাই বলে কবি-সাহিত্যিক, লেখকরাও এই দলে যোগ দিবে? 

দেশে করোনা ভাইরাস পরিস্থিতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।

দেশের হাসপাতাল গুলোতে আর ধারণ ক্ষমতা নেই। অথচ মানুষজন স্বাভাবিক ভাবে ঘুরে বেড়াচ্ছে।  

ঠিক আছে ধরে নিলাম- করোনা ভাইরাসকে সবাই খুব স্বাভাবিক হিসেবে নিয়েছে। কিন্তু ভাইরাসটি যদি আপনাকে আক্রমণ করেই বসে; আপনি তো তখন হাসপাতালে জায়গা পাবেন না।

কারন সেখানে আর জায়গা ফাঁকা নেই। বিনা চিকিৎসায় মারা যাবেন।  

সরকার কিংবা সাধারণ মানুষ যদি ব্যাপারটা না বুঝতে পারে; তাহলে দেশের বুদ্ধিজীবী সমাজ, কবি-সাহিত্যিকদের কাজ হচ্ছে সেই ভুলটা ধরিয়ে দেয়া।


সিরিজ বাঁচাতে পারলো না বাংলাদেশ

হেফাজতের হরতালের সহিংসতায় ৬টি মামলা

গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে: ওবায়দুল কাদের

তারল্য সংকট মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপ জরুরি : প্রধানমন্ত্রী


উল্টো আমাদের কবি সাহিত্যিকরা প্রতিদিন নিজেদের ফেসবুকে বইয়ের বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে। বই মেলায় গিয়ে বই কিনতে বলছে।  

আর বিয়ে, মেলা, ঘুরে-বেড়ানো সব কিছুই চলছে মহা আনন্দে! 

অথচ কবি-সাহিত্যিকদের উচিত ছিল নিজ থেকে বলা- আমরা মেলা বর্জন করলাম। যাতে সরকার এবং সাধারণ মানুষের কিছুটা হলেও টনক নড়ে। উল্টো এরাই কিনা নির্লজ্জের মতো বই এর মার্কেটিং করে বেড়াচ্ছে! 

এই বই মেলায় আমার দুটো বই বিক্রি হচ্ছে। আমি এক বারের জন্যও ফেসবুকে এই নিয়ে কিছু লিখিনি। আমার ফেসবুক পোস্ট গুলো লাখো মানুষ পড়ে। এরপরও আমি একবারের জন্যও নিজের বই কেনার কথা লিখিনি। কারন আমি এমন মার্কেটিং এ বিশ্বাসী নই।  

কেউ যখন কিছু বলছে না; আমি'ই বরং বলি- দয়া করে কেউ আমার বই কিনতে বই মেলায় যাবেন না।   এমন একটা পরিস্থিতিতে বই কিনতে যাবার প্রশ্ন'ই আসে না। আমি আমার বই এর কোন তথ্য এখানে দেইনি; দিবোও না।  

আমার এই লেখার একটাই উদ্দেশ্য- প্রতিবাদ করা। দেশের লেখক, কবি, সাহিত্যিকদের এমন আচরণ দেখে ভাবলাম প্রতিবাদ করি। অথচ এদেরই উচিত সরকার এবং সাধারণ মানুষকে চোখে আঙ্গুল দিয়ে ভুল গুলো ধরিয়ে দেয়া।

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া।  

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম