কোভিড-১৯ এর কারণে গণপরিবহণে ৫০ শতাংশ আসন খালি রাখতে বলা হয়েছে। এতে পরিবহণ মালিকদের যাতে ক্ষতি না হয় সেজন্য ভাড়া বৃদ্ধি হয়েছে ৬০ শতাংশ। আসন যদি ৫০ ভাগ কমে, ভাড়া কেন ৬০ শতাংশ বাড়বে ?
তারও চেয়ে বড় কথা, প্রতিটি পরিবহণে আসন যে অর্ধেক কমিয়ে দেওয়া হলো, এখন বাকি অর্ধেক মানুষের যাতায়াত কিভাবে হবে? যানবাহনের সংখ্যা কি বাড়ান হয়েছে? না, সেটা হয়নি।
আলোচিত মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন শুরু
নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত
করোনার মধ্যেও জীবনের জন্য জীবিকা সচল রাখতে হবে
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রন করতে ব্যর্থ হওয়ায় বরখাস্ত
গতবছর যখন এরকম নিয়ম করা হয়, তখন কিন্তু অনেক অফিস আদালত বন্ধ ছিল।
আজ নগরীর বাসস্টপেজগুলো দেখেছেন? হাজার হাজার মানুষ সকাল থেকে ভিড় করে দাঁড়িয়েছিল, বাসে উঠতে পারছিল না। ভিড়ের মধ্যে যে ধাক্কাধাক্কি হচ্ছিল, তাতে কি সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছিল?
আমি বুঝি না, এমন এমন উদ্ভট সব সিদ্ধান্ত কি ধরনের উর্বর মস্তিষ্ক থেকে বের হয়। যে মন্ত্রী, আমলা, কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত দেন, তাদের প্রতি অনুরোধ- একবার যেয়ে ওই মানুষের লাইনে দাঁড়ান। দেখেন, কেমন লাগে।
news24bd.tv/আয়শা