ভারতফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

ভারতফেরত যাত্রীদের নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর মিছিলও। ভয়বাহ এই পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আবারও ভারতফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার।

 

আজ এ-সংক্রান্ত নির্দেশনার একটি প্রজ্ঞাপন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে।

তবে আগে দেশে ফেরে পাসপোর্টধারী যাত্রীরা সরকারি অর্থায়নে এ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার সুযোগ পেলেও এবার ব্যক্তিগত খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে যাত্রীদের। এ কোয়ারেন্টিন বাধ্যতামূলোক করা হয়েছে।  


দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি

মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: ৬১৫ আসামির সবাই হেফাজতের

বিতর্ক এড়াতে মামলায় হেফাজতের উর্ধ্বতন কারো নাম দেয়া হয়নি: আইজিপি


বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. শুভাশিষ রায় আশরাফুজ্জামান বলেন, নির্দেশনা পাওয়ার পর যাত্রীদের কোয়ারেন্টিনে রাখার পরিবেশ তৈরি করতে স্থানীয় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে প্রস্তুতি নিচ্ছে।

প্রতিটি যাত্রীর করোনা রিপোর্ট দেখা হচ্ছে। যাদের নেই তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

দেশে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন আজ। ৫ হাজার ৩৫৮ জন শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯.৯০ শতাংশ। মোট শনাক্ত ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

news24bd.tv নাজিম