হাতিরঝিলে ২২ লক্ষাধিক জাল টাকাসহ গ্রেপ্তার ২

হাতিরঝিলে ২২ লক্ষাধিক জাল টাকাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেপ্তার আসামিরা হলো- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)।
 
অভিযানে তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার টাকার জাল নোট, জালনোট তৈরির ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রংয়ের বোতল ৬টি, রংয়ের কৌটা ৫টি, ২ বান্ডিল টাকা তৈরির কাগজ, ফেবিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি কাটার উদ্ধার করা হয়।

ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে রামপুরার পশ্চিম উলন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল নোট প্রস্তুতের সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।


দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি

মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: ৬১৫ আসামির সবাই হেফাজতের

বিতর্ক এড়াতে মামলায় হেফাজতের উর্ধ্বতন কারো নাম দেয়া হয়নি: আইজিপি


তারা দীর্ঘদিন ধরেই জাল নোটের কারবার করে আসছিলো। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv নাজিম