সিনিয়র নার্স হওয়ার পরীক্ষা স্থগিত

সিনিয়র নার্স হওয়ার পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক

দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৫৮ জন। সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (১০ গ্রেড) লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে লিখিত এই পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।


দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি

মুন্সিগঞ্জে হরতালে সংঘর্ষ: ৬১৫ আসামির সবাই হেফাজতের

বিতর্ক এড়াতে মামলায় হেফাজতের উর্ধ্বতন কারো নাম দেয়া হয়নি: আইজিপি


দশম গ্রেডের এ পদের লিখিত পরীক্ষা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে।

অন্য এক বিজ্ঞপ্তিতে বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের বস্ত্র অধিদফতরের ২য় শ্রেণির (১০ গ্রেড) ফটো টেকনিশিয়ান পদে প্রার্থীদের আগামী ৬ এপ্রিল অনুষ্ঠেয় পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ যথা সময়ে জানানো হবে বলে জানায় পিএসসি। আর গত সোমবার পিএসসির বিশেষ সভায় ৪০তম বিসিএসের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

news24bd.tv নাজিম