বান্দরবানের সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা

বান্দরবানের সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা

Other

দেশব্যাপী ক‌রোনা সংক্রমণরোধে বান্দরবান জেলার সকল পর্যটন স্পট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজির সভাপতিত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মোবাইল ফোনে কথা বলার পরই স্কুলছাত্রীর গলায় ফাঁস

মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি


বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, সারা দে‌শে করোনা সংক্রমণ মারাত্মকভা‌বে বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে।

সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে আগামী ২ সপ্তাহের জন্য বান্দরবান জেলার সবগুলো পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসিক হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২ সপ্তাহের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করণীয় সভায় স্বাস্থ্যবিধি নো মাস্ক নো সার্ভিস মেনে হোটেল চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দুজনের কক্ষে একজন করে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। তবে আবাসিক হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি।

news24bd.tv তৌহিদ