শেরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

শেরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত

Other

শেরপুরে জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ (৩১ মার্চ) বুধবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ফজিলা খাতুন সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের টাঙ্গারপাড়া গ্রামের তহুর উদ্দিনের স্ত্রী। একইদিন দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ৭ শতাংশ জমি বিক্রির ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে সদর উপজেলার টাঙ্গারপাড়া গ্রামের ফজিলা খাতুনের বড় ভাই আজাদ ও নূরনবীর সঙ্গে একই গ্রামের জমি বিক্রয়ের দালাল আলিফ মিয়া ও বজলু মিয়ার বিরোধ চলে আসছিল।  


এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার

কোম্পানীগঞ্জের আলাউদ্দিন হত্যা, এবার পিবিআইকে তদন্তের নির্দেশ

কোনাবাড়িতে বিয়ের প্রলোভনে পোশাক শ্রমিককে ধর্ষণ


এর জের ধরে গত ২৯ মার্চ সোমবার সকালে আলিফ মিয়ার নেতৃত্বে বজলু ও মঞ্জু মিয়াসহ আরও কয়েক ব্যক্তি টাঙ্গারপাড়া গ্রামের বাড়িতে গিয়ে আজাদ ও নূরনবীর বোন ফজিলা খাতুনকে বাঁশ দিয়ে বেদম মারপিট করেন। এতে ফজিলা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ফজিলা মারা যান।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকে চেষ্টা করছে পুলিশ।  

news24bd.tv / কামরুল