সবুজায়ন প্রকল্পে এক হাজার কোটি গাছ লাগাবে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষা ও জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলায় সবুজায়নের উদ্যোগ নিচ্ছে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য। সৌদি আরবে উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টি ও ধুলাঝড়, পানির সমস্যা এবং প্রযুক্তিগত সম্পদের অভাব অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এরই প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে সবুজায়নের এ মহাপরিবল্পনা নেয়া হচ্ছে, যার লক্ষ্যা সবুজায়নের পাশাপাশি বাণিজ্যিক সফলতা অর্জন। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ওই অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের পাশাপাশি জীবনমানও উন্নত হবে।

এই সবুজায়ন প্রকল্পে রয়েছে এক হাজার কোটি গাছপালা লাগানোর মাধ্যমে ৪০ শতাংশ বনায়ন বৃদ্ধি, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমানো, ভূমির অবক্ষয় রোধ, সামুদ্রিক পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক মজুদের পরিমাণ ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশে উন্নীত করা।  


আগামী ১১ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি ব্ন্ধ

এবার ঈদে কোটি পরিবার পাবে সরকারি সহায়তা

এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার


এই উদ্যোগে আঞ্চলিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাকেই বেশি গুরুত্ব দিচ্ছে রিয়াদ। যার লক্ষ্য হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রাখতে অঞ্চলটির জন্য একটি সমন্বিত রোডম্যাপ চালু করা, যা জলবায়ুর ঝুঁকি মোকাবেলার মাধ্যমে বৈশ্বিক লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।

news24bd.tv / কামরুল