করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই যশোরের হাসপাতালে

করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই যশোরের হাসপাতালে

Other

সারাদেশের সাথে যশোরেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে করোনার চিকিৎসার জন্য হাসপাতালগুলোর পর্যাপ্ত প্রস্তুতি নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ চালুর দাবি দীর্ঘদিন থাকলেও এখন পর্যন্ত তা চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে।

 

যশোর জেলার সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন জানান, সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে যশোরেও বাড়ছে। গত দুই সপ্তাহে ১৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে হাসপাতাল গুলো প্রস্তুত রাখা হয়েছে। আইলোলেশন বেড করা হয়েছে।

মানুষকে সচেতন করা হচ্ছে।


আগামী ১১ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি ব্ন্ধ

এবার ঈদে কোটি পরিবার পাবে সরকারি সহায়তা

এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার


যশোর জেলায় এপর্যন্ত আক্রান্ত ৫ হাজার ১শ’ ১৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮শ’ ১৮ জন। মারা গেছেন ৬১ জন। আর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২২৯ জন। গতকাল (৩১ মার্চ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জনের করোনা পরীক্ষা করে ২৩ জনের পজেটিভ হয়েছে।

news24bd.tv/আয়শা