ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলা ১০ হাজার বেশি আসামি, গ্রেপ্তার ২১
হেফাজতের তাণ্ডব

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলা ১০ হাজার বেশি আসামি, গ্রেপ্তার ২১

অনলাইন ডেস্ক

তিন দিনে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ১০ হাজারের বেশি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানান, ‘এখন পর্যন্ত হওয়া ১১টি মামলায় ১০ হাজারের বেশি আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু

আজ করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

আবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে : প্রধানমন্ত্রী

জোবায়দা রহমানের মামলার আপিল বিভাগের আদেশ ৮ এপ্রিল


জানা যায়, এসব মামলায় ১০৭ জনকে নামে এবং ১০ হাজারের বেশি মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১৮ জন ও আশুগঞ্জ থানা পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহর, সরাইল ও আশুগঞ্জ সহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে হেফাজতের সমর্থকরা।

news24bd.tv / কামরুল