পাঠাও, উবারের মোটরসাইকেল চালকদের বিক্ষোভ
মোটরসাইকেল যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

পাঠাও, উবারের মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মোটরসাইকেল যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা ঘোষণা করার পর আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও, উবারের  মোটরসাইকেল চালকেরা বিক্ষোভ করেছে।  

গতকাল মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর আজ তারা বিক্ষোভ করেন। এছাড়া আজ শাহবাগ মোড়ে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন কয়েক শ চালক। এ নিষেধাজ্ঞা আপাতত দুই সপ্তাহের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এর আগে বাসে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত কার্যকর হয়।


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু

আজ করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

আবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে : প্রধানমন্ত্রী

জোবায়দা রহমানের মামলার আপিল বিভাগের আদেশ ৮ এপ্রিল


এদিকে গতকাল নিষেধাজ্ঞা ঘোষণার পর আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলচালকেরা বিক্ষোভ করেন। বেলা পৌনে একটার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন পাঠাও, উবারের চালকেরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর দেড়টার দিকে জড়ো হন মোটারসাইকেল চালকেরা।

তাঁরা সড়কে মোটরসাইকেল রেখে ফুটপাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন। দাবি আদায়ে তাঁরা স্লোগান দেন। তাঁরা রাইড শেয়ারিং অ্যাপ বন্ধে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনার তীব্র প্রতিবাদ জানান।

news24bd.tv / কামরুল