খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে জরিমানা

খুলনায় স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে জরিমানা

Other

খুুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে একই সাথে এ অভিযান চালানো হয়। এতে মাস্ক পরিধান না করায় ৩৯ জনকে একদিনের আটকাদেশ ও ১৮৯ জনকে ৭৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী শাস্তি প্রদান
করা হয়।

অভিযানকালে সাধারন মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব মেনে চলতে মাইকিং করা হয়েছে। সেই সাথে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

news24bd.tv তৌহিদ