করোনার ভয়াল অবস্থায় পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না

করোনার ভয়াল অবস্থায় পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না

Other

মানুষ, বিশেষ করে বাঙালী কবে, স্বেচ্ছায়, কোন বিধিটা মেনেছে?

যে দেশে সুযোগ পাওয়ামাত্রই ট্রাফিক রুল ভেঙে উল্টো পথে এলিট আর ভিআইপিদের গাড়ি চলে।  

যে দেশে মধ্যরাত অবধি দালান কোঠা থরথর করে কাঁপিয়ে,
পাড়া জাগিয়ে মাইক, হাইভলিউমের সাউণ্ডবক্সে লুঙ্গিড্যান্স বাজে।


মোবাইল ফোনে কথা বলার পরই স্কুলছাত্রীর গলায় ফাঁস

মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের

দেশে আজ সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন

করোনা ব্যাপকভাবে বিস্তার ঘটছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধান বিচারপতি


যে দেশে কারখানার বর্জ নদীতে ফেলে, কৃষিজমিতে ইটভাটা বসায়।

নদী, রাস্তা দখল করে মার্কেট, প্রাসাদ বানায়।

সব্জিতে, মাছে, ফলে, খাদ্যে, বিষাক্ত কেমিকেল মেশায় তারা স্বেচ্ছায় স্বাস্থ্যবিধি মানবে একথায় ভরসা করে যারা বিকারহীন বসে থাকেন, বিশ্বাস রাখেন, তাদের জন্য করুণা হয়।

করোনাকালের ১ বছরেই প্রমাণ হয়েছে আমরা স্বেচ্ছায়  স্বাস্থ্যবিধি মানি নাই,বুড়ো আঙুল দেখিয়েছি ।

সময় হয়েছে পাছায় বেত মেরে হলেও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা। কমপক্ষে মাস্ক ব্যবহারে বাধ্য করা।

করোনার যে ভয়াল রূপ জেগে উঠতে শুরু করেছে তাতে কোনো ধরনের পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না।

news24bd.tv তৌহিদ