সৌদি যুবরাজের খেজুর খাওয়ার মতো গরীব বাংলাদেশে নেই

সৌদি যুবরাজের খেজুর খাওয়ার মতো গরীব বাংলাদেশে নেই

Other

নির্দেশনা কেতাবে আছে। শনাক্ত আর মৃত্যুর সংখ্যা গণনা চলছে। বাস্তবে বইমেলা আছে, সমস্যা নেই মেডিকেল ভর্তি পরীক্ষায়ও! করোনার চেয়ে যেহেতু আমরা শক্তিশালী, সেহেতু হাট-বাজার, বিপণিবিতান, রাজনীতি-নির্বাচন কোনো কিছুই সমস্যা নয়।

‘উন্নতি’র রকেট গতি।

মেট্রো রেলের কোচ এসে গেছে। লালমনিরহাটে আলুর বাম্পার ফলন। আলু পঁচছে, কৃষক কাঁদছে।

করোনার ভয়াল অবস্থায় পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না

হয় মামুনুল হককে গ্রেপ্তার নয় সোমবার হরতাল, পিপলস পার্টির হুঁশিয়ারি

মানুষের কাজ নেই, বাস-লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বেড়েছে।

বেড়েছে তেলসহ সব জিনিসের দাম। সৌদি আরব ৪০ মেট্রিক টন খেজুর পাঠিয়েছে। সৌদি যুবরাজকে জানানো দরকার যে,বাংলাদেশে দানের খেজুর খাওয়ার মতো গরীব মানুষ নেই। কেউ এখন কুঁড়েঘরে থাকে না। বিশ্বাস না হলে আকাশ থেকে একবার বাংলাদেশ দেখে যান। শিকাগো-প্যারিস-সিঙ্গাপুর, সবকিছু একবারে দেখতে পাবেন।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক ।  

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর