ঈদের সময় পশু কোরবানির কাজে ব্যবহার করা হয় এমন ৫৯০টি ছুরি রাজধানীর লালবাগ ও চকবাজারের ২টি মাদ্রাসা থেকে জব্দ করেছে পুলিশ। মাদ্রাসা দুটি হলো- চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ এবং লালাবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার অঞ্চলের পুলিশ এই অভিযান চালায়।
ডিএমপির চকবাজার অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদ্রাসায় বিপুল পরিমাণ ছোরা রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সহায়তায় তারা তল্লাশি চালিয়েছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তল্লাশিতে সব ধরনের সহায়তা করেছেন।
news24bd.tv তৌহিদ