কুতুপালং বাজারে আগুন, দোকানে ঘুমিয়ে থাকা তিনজন নিহত

কুতুপালং বাজারে আগুন, দোকানে ঘুমিয়ে থাকা তিনজন নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে ঘুমিয়ে থাকা তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২ এপ্রিল) ভোর রাত আড়াইটায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনার ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।


সময়মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তি

পশু কোরবানির ৫৯০ ছুরি দুই মাদ্রাসা থেকে জব্দ

মিরপুর চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা

রংপুরে সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ


ইমদাদুল বলেন, ভোর রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

একপর্যায়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে ভস্মীভূত হয় বেশকিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা। এ সময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

news24bd.tv তৌহিদ