করোনা আক্রান্ত আবুল হায়াতের জন্য প্লাজমা পাওয়া গেছে

করোনা আক্রান্ত আবুল হায়াতের জন্য প্লাজমা পাওয়া গেছে

অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আবুল আয়াতের যে প্লাজমা প্রয়োজন ছিল তা পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় আবুল হায়াতের বড় মেয়ে বিপাশা হায়াত ও ছোট মেয়ে নাতাশা এ তথ্য নিশ্চিত করেছেন।   

প্রথমে বিপাশা হায়াত যুক্তরাষ্ট্র থেকে ফেইসবুক পোস্টে জানান, তার বাবা করোনা আক্রান্ত, চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে প্লাজমা প্রয়োজন।


সময়মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তি

পশু কোরবানির ৫৯০ ছুরি দুই মাদ্রাসা থেকে জব্দ

মিরপুর চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা

রংপুরে সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ


এরপর নাতাশা হায়াত জানান, প্লাজমা পাওয়া গেছে।

তিনি ফেইসবুক পোস্টে লেখেন, আপনারা যারা ডোনারের জন্য পোস্ট শেয়ার করেছেন, যোগাযোগ করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাবার প্লাজমার জন্য আপাতত ডোনার পাওয়া গেছে। তার অবস্থা স্থিতিশীল। তবে ‘এ পজিটিভ’ ব্লাড গ্রুপের যারা প্লাজমা দিতে ইচ্ছুক, তারা আমার বা মা শিরি হায়াতের সঙ্গে যোগাযোগ করুন।

৭৬ বছর বয়সী অভিনেতা আবুল হায়াত ১৯৬৯ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

news24bd.tv তৌহিদ