বাগেরহাটে করোনায় আইনজীবীর মৃত্যু

বাগেরহাটে করোনায় আইনজীবীর মৃত্যু

Other

বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আকরাম হোসেন (৭১) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট শহরের সরুই কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

আকরাম হোসেন বাগেরহাট শহরের শালতলা হরিসভা এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে গেছেন। এদিকে গত ৬ দিনে বাগেরহাটে নতুন করে ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


সময়মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তি

পশু কোরবানির ৫৯০ ছুরি দুই মাদ্রাসা থেকে জব্দ

মিরপুর চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা

রংপুরে সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ


বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, করোনা ভাইরাসের সংক্রমণে বাগেরহাট জেলায় চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মচারি, সাংষ্কৃতিক কর্মীসহ মোট ২৭ জনের মৃত্যু হল। বৃহস্পতিবার এক দিনেই বাগেরহাট জেলায় নতুন করে করোনা শনাক্ত হয় ১১ জনের।

আর এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৩ জনে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪৭ জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

news24bd.tv / কামরুল