ক্ষুধার্ত শিশুর খাদ্য যোগাড় করার জন্য এমন পন্থা!

ক্ষুধার্ত শিশুর খাদ্য যোগাড় করার জন্য এমন পন্থা!

Other

একটা আননোন নাম্বার থেকে কল করে বলল 

- ম্যাম আসসালামু আলাইকুম, আমি বিকাশ থেকে বলছি 
- জ্বি বলেন 
- ম্যাম আপনি কি খেয়াল করেছেন যে আপনার বিকাশ একাউন্ট টি আপাতত বন্ধ আছে ? 
- জ্বি না ভাই খেয়াল করি নাই। টাকা পয়সা থাকলে খেয়াল করতাম। টাকা নাই তাই একাউন্ট বন্ধ করলেও কিছু এসে যায় না।  
-  ম্যাম ভবিষ্যৎ ট্রানজাকশন এর জন্য কি আপনি একাউন্টটি চালু করতে চান ? 
- ভবিষ্যতেও আমার টাকা পয়সা হবার কোন সম্ভাবনা নাই।

চালু কইরা কি হবে ? 
এই পর্যায়ে ওই পাশের ভদ্রলোক উত্তেজিত হয়ে বলল 
- ম্যাম আপনার পিন নাম্বারটি আমাকে বলুন আমি একাউন্টটি একটিভেট করে দিচ্ছি।  
আমি বললাম 
- ভাই আপনে কথা বুঝেন না ? আমার একাউন্ট দরকার নাই।  
ভদ্রলোক আর সহ্য না করতে পেরে আমাকে একটা কুৎসিত চ বর্গীয় গালি দিয়ে ফোন কেটে দিল।


হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫

নৌ পথে আগের মতোই গাদাগাদি করে যাত্রী পরিবহন, অথচ ভাড়া বৃদ্ধি

ভ্যানে চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

দেশে করোনা শনাক্তে ফের রেকর্ড


বিঃদ্রঃ - ১ আমি সব সহ্য করতে পারি কিন্তু গালিগালাজ সহ্য করতে পারিনা।

লোকটা অকারণে এরকম গালি দেয়ার কারণে মনটা উদাস হইসে।  

বিঃদ্রঃ -২ লোকটা যখন কথা বলছিল তখন তার পাশে একটা ছোট শিশু চিৎকার করে কাঁদছিল। সেই কান্না থেকেই আমি আসলে বুঝেছিলাম কলটা ফেইক। লোকটা হয়ত তার ক্ষুধার্ত শিশুর খাদ্য যোগাড় করার জন্য এমন একটা পন্থা বেঁছে নিয়েছে। হয়ত তিন দিন বাসায় বাজার হয়নি।  

হয়ত আগামী সাতদিন কিভাবে যাবে সে জানে না। হয়ত এই মাসের বাড়ি ভাড়া দেয়ার ব্যবস্থা এখনও হয় নাই। এই সবগুলো সম্ভাবনা যদি সত্যও হয় তবুও তা অন্যায়। তারপরেও অদ্ভুত এক বিষণ্ণতায় মনটা ভরে গেল। পৃথিবীটা এত নিষ্ঠুর না হলেও পারত।  
অন্তত ক্ষুধার্ত সন্তানের পিতাদের জন্য পৃথিবীটা খুব দ্রুত স্বাভাবিক হোক............।

বিঃদ্রঃ - ৩ আমাদের মত সলভ্যান্ট মানুষের জন্য কোয়ারেন্টাইন কষ্টের কারণ আমাদের পেট ভরা কিন্তু বিনোদনের অভাব। বাইরে ঘুরতে পারছি না। রেস্টুরেন্ট এ খেতে পারছি না। তাই না ? 

কষ্ট কাকে বলে তাকে জিজ্ঞেস করেন যে জানে না আজকে কি খাবে! দেখবেন জীবনটা এত কঠিন মনে হবে না। আর আপাতত দয়া করে আমাকে কেউ কোন চ্যালেঞ্জে ট্যাগ করবেন না। আমার সব সময় বিনোদন ভাল লাগে না।  

কখনও কখনও কষ্টগুলোও অনুভব করতে ভাল লাগে........

news24bd.tv / কামরুল