রমজান সামনে রেখে বাজারে বাড়ছে কারসাজি

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেনো কারসাজি করতে না পারে সেজন্য এখন থেকেই মনিটরিং বাড়ানোর দাবি জানাচ্ছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজারে দেখা যায় এরই মধ্যে কিছু পণ্যের দাম বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে। তবে এই সপ্তাহে কমেছে মুরগী, সবজিসহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে কদর বেড়েছে টিসিবির খোলা বাজারের পণ্যের।

 

করোনার ভয় উপেক্ষা করে এভাবে লম্বা লাইনে দাড়িয়ে নিত্যপণ্য কিনছে সাধারন মানুষ। বাজারের চেয়ে কিছুটা কমে পেয়ে স্বস্থিতে ক্রেতারা। টিসিবির ট্রাকে মিলছে সয়াবিন তেল, পেয়াজ, চিনি, ছোলা, তবে তা প্যাকেজ আকারে।

রাজধানীর মুদি বাজারে অবশ্য নতুন করে অস্বস্তি নেই।

কিছু পণ্যের বাড়তি দাম এখনো কমেনি। আলু বিক্রি হচ্ছে ১৫/১৬ টাকা কেজিতে। এর বাইরে রমজানের প্রয়োজনীয় ছোলা, বুটের ডাল, চিনির দাম রয়েছে অপরিবর্তিত। স্থিতিশীল রয়েছে চিকন চালের দাম, তবে কেজিতে ২/৩ টাকা বেড়েছে মোটা চাল।

মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা আর পাকিস্তানি কক কমেছে কেজিতে ৫০ টাকা।

সবজি কিংবা মাছের দাম অপরিবর্তিত রয়েছে বলে দাবি বিক্রেতাদের। ক্রেতারা বলছেন, রমজান আসার আগেই লাগাম টানতে হবে নিত্যপণ্যের দামে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্যপণ্য বিক্রির তাগিদ দিচ্ছেন ক্রেতারা।