লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যায় ১৪ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যায় ১৪ জনের যাবজ্জীবন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।  
 
আজ দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন।  রায় ঘোষণার সময়  আদালতে উপস্থিত ছিলেন আসামি কামরুল, জাহাঙ্গীর, সাইফুল ইসলাম সুমন, অহিদুর রহমান ও কামাল হোসেন।

অন্যরা পলাতক রয়েছেন।  

লক্ষ্মীপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার মধ্য হামছাদী গ্রামে ডাকাতিকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র দীপ্ত পালকে গুলি করে হত্যা করে ডাকাতদল। এ ঘটনার পর দিন নিহতের বাবা কার্তিক পাল বাদী হয়ে থানায় মামলা করেন।

 

পুলিশ ২০১৩ সালের ৩ মার্চ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে সুজন নামের একজন মারা যান। আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।  

অরিন/নিউজ টোয়েন্টিফোর
 
 

সম্পর্কিত খবর