তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০

অনলাইন ডেস্ক

তাইওয়ানের হুয়ালিয়েন শহরে টানেলের মধ্যে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। শুক্রবার (২ এপ্রিল) তাইওয়ানে গত ৪০ বছরের মধ্যে ভয়াবহতম এই ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর এপি নিউজের।

নির্মাণ কাজে ব্যবহৃত লরির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে প্রসিকিউটররা।

এ ঘটনায় এক নির্মাণ প্রকৌশলীর গ্রেফতারের দাবিও জানিয়েছেন তারা।

বিবিসি জানায়, ট্রেনটি তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল। পথিমধ্যে হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় এটি। ট্রেনটিতে অন্তত ৫০০ আরোহী ছিলেন।

ট্রেনটিতে ভিড় থাকায় অনেক যাত্রী দাঁড়িয়েও যাচ্ছিলেন।

শনিবার (৩ এপ্রিল) উদ্ধারকারীরা ট্রেনটির পেছনের বগিগুলো উদ্ধার করেন। তবে টানেলের বাইরে থাকায় এগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। পিছনের চারটি বগি থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়।


আরও পড়ুনঃ


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

স্মরণকালের সবচেয়ে বেশি ওজনের শিশুর জন্ম


তবে টানেলের ভেতরে থাকা চারটি বগি দুমড়ে মুচড়ে গেছে। নিহতরা সবাই টানেলের ভিতরে থাকা বগিগুলোর যাত্রী ছিলেন। এছাড়া এখনও অনেকে টানেলের ভেতরেও আটকে রয়েছেন।

দুর্ঘটনায় ট্রেনের চালকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে, শনিবার প্রেসিডেন্ট সাই ইং ওয়েন দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

news24bd.tv / নকিব