ভারতে গত সাত মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

প্রতীকী ছবি

ভারতে গত সাত মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতের করোনা পরিস্থিতি ক্রমেই নাজেহাল হয়ে যাচ্ছে ।   দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছে যেমন গত বছর সেপ্টেম্বরে ছিল, এবার সে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতে। এ জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে।  

তবে ভারত সরকারের পক্ষ থেকে এখনই লকডাউনের কথা ভাবছে না বলে জানানো হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যদিও জানিয়েছেন, এভাবে চলতে থাকলে শিগগিরই লকডাউন জারি হতে পারে সে রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১২৯ জন। ভারতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন।  

গত বছর ১৭ সেপ্টেম্বর ভারতের দৈনিক সংক্রমণ হয়েছিল ৯৭ হাজার।

তার পর থেকে তা কমতে শুরু করে। কমতে কমতে এক সময় ১০ হাজারের নীচেও নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণকে আবারো এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

স্মরণকালের সবচেয়ে বেশি ওজনের শিশুর জন্ম


ভারতে দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৯১৩ জন। গত বছরেও এতটা করুণ অবস্থা হয়নি সেখানে। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

news24bd.tv / কামরুল