পবিত্র রমজানে টিকা ছাড়াই করা যাবে ওমরাহ্‌

পবিত্র রমজানে টিকা ছাড়াই করা যাবে ওমরাহ্‌

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে ওমরাহ পালন করতে করোনাভাইরাসের টিকা নিতে হবে না বলে জানিয়েছে সৌদি আরব। তবে এ সময়ে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। কিন্তু পরবর্তীতে একই বছরের অক্টোবর মাসে সীমিত আকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি।

তবে এজন্য সবাইকে সৌদি আরবের একটি সরকারি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়েছে।

সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, রমজান মাসে ওমরাহ পালন করতে হাজিদের করোনাভাইরাস টিকা প্রয়োজন নেই এই মুহূর্তে। এসময় ১৮ থেকে ৭০ বছর বয়সীরা ওমরাহ পালন করতে পারবে।


আরও পড়ুনঃ


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০


তবে যারা হজ এবং ওমরাহ সেক্টরে কাজ করছেন তাদের রমজান মাস শুরু হওয়ার আগে করোনাভাইরাস টিকা নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে যেসব কর্মী করোনার টিকা নেয়নি তাদের প্রতি সাতদিন অন্তর নেগেটিভ পিসিআর টেস্ট রেজাল্ট দিতে হবে।

উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক