যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই

অনলাইন ডেস্ক

ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করলে কম ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

একই সাথে সাম্প্রতিক সময়ে সংক্রমণ দ্রুত গতিতে বাড়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে। সিডিসির পরিচালক রোচেল ওয়ালেনস্কি বলেন, ভ্যাকসিন নেয়া লোকজনের প্রতি সংস্থাটির নতুন স্বাস্থ্যবিধি সত্ত্বেও সংক্রমণ বাড়তে থাকায় তার মতে মানুষের এখন কোনো ধরনের ভ্রমণ না করাই ভালো।

বিশেষ করে যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের জন্য ভ্রমণ না করাই ভালো।


আরও পড়ুনঃ


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০


ভ্যাকসিন নিয়েছেন এমন বয়স্ক লোকজন তাদের স্বজনদের বিদায় জানাতে বিমানবন্দরে যেতে পারবেন। একই সঙ্গে বলা হয়েছে, যদি মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে চলা হয় তবে ভ্রমণের আগে করোনার টেস্টিং, কোয়ারেন্টাইন মেনে না চললেও হবে।

ভ্যাকসিনের বিষয়ে জনগণকে উৎসাহী করতেই এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

news24bd.tv / নকিব