লকডাউনে ঘর মোছা থালাবাসন মাজা জোক করার তো কিছু দেখি না!

লকডাউনে ঘর মোছা থালাবাসন মাজা জোক করার তো কিছু দেখি না!

Other

লকডাউনে ঘর মোছা থালাবাসন মাজা নিয়ে যেসব পুরুষ খুব ব্যঙ্গাত্বক দুঃখ দুঃখ পোষ্ট দেয় এবং বিষয়টাকে খুব হাই লাইট করার চেষ্টা করে, দেখায় যে লকডাউনে ঘরের কাজ করে ভাসায় ফেলতেসে, তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন এটা এত exaggerate করার কি হলো ? 

মুছলেনই না হয় নিজের ঘর, ধুলেনই না হয় নিজের স্ত্রী সন্তানের থালাবাসন। ঘর মোছা থালাবাসন মাজা নিয়ে এত জোক করার তো কিছু দেখি না।  পৃথিবীর কোন গ্রন্থে লেখা আছে এগুলা মেয়েদেরই কাজ ? 

কোথাও লেখা নাই। দুনিয়ার সব দেশের পুরুষরা জন্ম থেকেই ঘরের কাজ ভাগাভাগি করে করে।

নিজের কাজ নিজে করে। শুধু বাঙ্গালী পুরুষদের কাছেই ঘরের কাজে হেল্প করা বিরাট মহত ব্যাপার।  

প্রিয় ভাইয়ারা, 
ঘর মোছা, থালাবাসন মাজা কোন লজ্জার বিষয় না আবার কোন মহত্বও না। বরং এটা মিনিমাম লেভেল এর সেন্স অফ রেস্পনসিবিলিটি যেটা আপনারা পুরা জীবন চলে যাবার পরে শিখলেন।

এই ব্যাপারে সামান্য লজ্জিত হলেও হতে পারেন। এতে আলাদা করে গর্বিত হবারও কিছু নাই।  

যেসব পুরুষ এইসব নিয়ে বেশী বেশী লেখে আমার ধারণা তারা বাসায় পানিও ঢেলে খায়না। এরাই টিভির রিমোট হাতে জড় পদার্থের মত বিছানায় পড়ে থাকে......।


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

তাইওয়ানে টানেলে ট্রেন দুর্ঘটনা, নিহত ৫০


news24bd.tv / কামরুল