ঘটনা সম্পর্কে মাওলানা মামুনুল হকের সর্বশেষ বক্তব্য

ঘটনা সম্পর্কে মাওলানা মামুনুল হকের সর্বশেষ বক্তব্য

অনলাইন ডেস্ক

নারী নিয়ে রিসোর্টে উঠেছেন-এমন অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে আজ বিকেলে রাজধানীর অদূরে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে অবরুদ্ধ করা হয়।

তবে মাওলানা মামুনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে আসেন। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটিতে উঠেন। এসময় কিছু লোকেরা এসে স্ত্রীসহ তাকে নাজেহাল করে।

তাকে আক্রমণ করা হয়।

রিসোর্টে অবরুদ্ধ করে রাখার খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন তার সমর্থকরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে যান তারা।


স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলাম, আমি হেনস্তার শিকার: মাওলানা মামুনুল হক

মাওলানা মামুনুল হকের চরিত্র হননের অপচেষ্টার অভিযোগ, নোয়াখালীতে হেফজাতের মিছিল

মামুনুল হকের সমর্থকরা সেই রিসোর্ট ভাঙচুর চালাচ্ছে (ভিডিও)

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ


 

পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাওলানা মামুনুল হক।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-

‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!’

news24bd.tv নাজিম