একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

অনলাইন ডেস্ক

এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গতকাল শুক্রবার ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে। মা ও সন্তানেরা সবাই ভালো আছে। গৃহবধূ জান্নাতুলের স্বামীর নাম মো. ফরহাদ। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারীবাড়ির বাসিন্দা।

পেশায় একজন রাজমিস্ত্রি।

গৃহবধূর স্বামী মো. ফরহাদ জানান, গত বৃহস্পতিবার বিকেলে প্রসবব্যথা শুরু হলে তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে ফেনী শহরতলির দেবীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁর স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ের জন্ম দেন। গতকাল বিকেলেই স্ত্রী-সন্তানদের বাড়িতে নিয়ে এসেছি।


সোমবার থেকে সারাদেশে লকডাউন

লকডাউনে যা বন্ধ ও খোলা থাকবে

বাড়ছে করোনা, সড়কে স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ

বিএনপির দলীয় হুইপ হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা


তিনি আরও জানান, একসঙ্গে দুই ছেলে ও দুই মেয়ে মেয়ে তিনি ও পরিবারের সবাই খুব খুশি। সন্তান লালন-পালনে তাঁদের আর্থিক কষ্ট হবে না বলে মনে করেন তিনি।  

স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার চিকিৎসক আবদুল কাইয়ুম জানান, ‘ভর্তি হওয়ার পর প্রথমে ওই নারীর পেটে তিন সন্তান আছে বলে আমরা নিশ্চিত হয়েছিলাম। পরে চারটি সন্তানের জন্ম দেন তিনি। জন্মের সময় নবজাতকদের ছোটখাটো কিছু সমস্যা ছিল। চিকিৎসা শেষে তাদের সুস্থ মনে হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ’

news24bd.tv / কামরুল