বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা

নিজস্ব প্রতিবেদক

বোরো ধানের ভান্ডার হিসেবে খ্যাত হাওরের জেলা সুনামগঞ্জে এবার ছোট-বড় ১৩৫টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৩০০ হেক্টর জমিতে হাইব্রিড, উচ্চ ফলনশীল ও দেশি জাতের ধান চাষাবাদ করা হয়েছে।

ইতোমধ্যে হাইব্রিড বোরো ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ধান কাটার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক।  

বোরো ধান কাটা শুরু হয়েছে সুনামগঞ্জে।

চলতি মৌসুমে ৭০ জাতের বোরো ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে হাইব্রিড ৩৭ জাত, উচ্চ ফলনশীন ২৫ জাত ও দেশীয় ৮ জাত ধান চাষবাদ করেছেন কৃষকরা। কম সময়ে ফলন ভাল হওয়ায় হাইব্রিড ধানের চাষাবাদ বেড়েছে।

কৃষকরা জানিয়েছেন, এ মৌসুমে বৃষ্টিপাত না হলেও হাইব্রিড বোরো ধানের ভাল ফলন হয়েছে।

তবে কৃষকদের কাছ থেকে সঠিক মূল্যে সরকারি গোদামে ধান ক্রয় করার দাবি জানান তারা।

কৃষি অফিস জানিয়েছে, ধান কাটার জন্য সব ধরনের যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে।


স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলাম, আমি হেনস্তার শিকার: মাওলানা মামুনুল হক

আমরা রেস্ট করতে এসেছিলাম-নাগরিক টিভিকে বলেছেন জান্নাত আরা (ভিডিও)

মামুনুল হকের সমর্থকরা সেই রিসোর্ট ভাঙচুর চালাচ্ছে (ভিডিও)

সেই রিসোর্ট থেকে মামুনুল হককে নিয়ে গেল তার সমর্থকরা


বোরো ফসল রক্ষা করার জন্য ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬১৯ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক।

আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের বোরো চাষে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

news24bd.tv নাজিম