যারা হেফাজত করে, তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি

আমিনুল ইসলাম

যারা হেফাজত করে, তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি

Other

আমি কথা দিচ্ছি-মামুনুল হক যদি তার কাবিন নামা দেখাতে পারেন এবং তার প্রথম স্ত্রী ও সন্তানরা যদি স্বীকার করেন- তারা এইসব কিছুই জানতেন; আমি আমার পোস্ট তুলে নিবো। কারণ-সেই ক্ষেত্রে আমি ভুল তথ্য দিয়ে পোস্ট করেছি।  

তবে আমার পোস্টের উদ্দেশ্য সেটা ছিল না। কারণ তিনি বউ না নিয়ে যদি অন্য কারো সাথেও যেত, তাতে আমার তো আপত্তি থাকার কথা নয়।

  

আমি স্রেফ যারা হেফাজত করে, তাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি। আপনারা ধর্ম পালন করু। ধর্ম ভীরু হন। সে তো আমি নিজেও।

কিন্তু যারা আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে এবং যে কারণে আপনাদেরকে রাজপথে মারা যেতে হচ্ছে; তাদের কাছ থেকে দয়া করে দূরে থাকুন। উনারা কিন্তু ঠিক'ই ফাইভ স্টার হোটেলে যাচ্ছেন।  

নিজেদের জীবন আরাম-আয়েশে কাটিয়ে দিচ্ছেন। মাঝখান থেকে আপনাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। ১৭ তাজা প্রাণ ঝড়ে যাবার পরও আমি একই কথা লিখেছিলাম। নেতারা আপনাদের ব্যবহার করছে। আপনাদের মতো নিরীহ মানুষ গুলোকে তারা ব্যাবহার করছে। আপনারা বুঝতেও পারছেন না।  


তুমি সব দেখছো আল্লাহ: স্ট্যাটাসে মাওলানা মামুনুল হকের ভাগ্নে

স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলাম, আমি হেনস্তার শিকার: মাওলানা মামুনুল হক

মামুনুল হকের সমর্থকরা সেই রিসোর্ট ভাঙচুর চালাচ্ছে (ভিডিও)

সেই রিসোর্ট থেকে মামুনুল হককে নিয়ে গেল তার সমর্থকরা


 

আমি রাজনীতি করি না। আমি লিখি সকল অন্যায় এবং আমার চোখে যেটা মনে হয় "ঠিক নয়"; সেটা নিয়ে। আমিও ভুল হতে পারি। আমরা কেউ'ই ভুলের উর্ধে নই।  

লেখা যেই দলের বিরুদ্ধে যায়; তারাই এসে ইচ্ছে মতো যা ইচ্ছে তা-ই লিখে আক্রমণ করেন। তাহলে এই জনপদে মানুষ লিখবে কেন?

ধন্যবাদ। (সাময়িক ভাবনা)

আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অস্ট্রিয়া। (ফেসবুক থেকে)

news24bd.tv নাজিম