আগামী দুসপ্তাহ বেশি না মাত্র তিনটে কাজ করি

আগামী দুসপ্তাহ বেশি না মাত্র তিনটে কাজ করি

Other

আমরা আগামী দুসপ্তাহ মাত্র তিনটে কাজ করি। বেশি না, মাত্র তিনটে।

#এক: বাইরে বেরোনো বন্ধ করে দিই। বন্ধ মানে বন্ধ।

পাড়ার দোকান পর্যন্তও নয়। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী কারোর বাড়ি যাবো না, তাদেরও নিজের বাড়িতে ডাকবো না। যেখানে ভিড় বেশি বা কুড়ি জনের বেশি লোক জমায়েত হয়েছে সে জায়গা এড়িয়ে চলি। হোক সেটা শপিং মল বা ধর্মীয় স্থান।
দুসপ্তাহ সেদ্ধ ভাত খেয়েই চালিয়ে নিই। চাল-ডাল-আলু-পেঁয়াজ মজুত আছে এতদিনে। বিরিয়ানি মশলা কিনতে না বেরোনোর প্রতিজ্ঞা করি.....

#দুই: সাধারণ হাইজিন মেনে চলি। খাবার আগে এবং ঘন্টায় অন্তত একবার কনুই পর্যন্ত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। নাকে-মুখে হাত যথাসম্ভব কম দিই.....

#তিন:  "আমি একা কী করব? কেউই তো মানছে না"-এই মানসিকতা থেকে বেরিয়ে আসি। আমার মাধ্যমে যদি একজনও ক্ষতিগ্রস্থ হয় সে হবে আমার প্রিয়জন। বাবা, মা, স্বামী, স্ত্রী, ভাই, বোন অথবা সন্তান। একবার ভাবি, যার সঙ্গে আমি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছি, তাকে আমিই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি না তো? বয়স্ক মানুষ ছাড়াও যাদের ব্লাডপ্রেসার, ডায়বেটিস, হার্টের অসুখ, কিডনি সমস্যা, ক্যান্সার বা অন্য কোনো সাধারণ ক্রনিক রোগ আছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে তাঁদের মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যায়....

আসুন দেখিয়ে দিই, প্রথম বিশ্বও যেটা পারেনি, আমরা গরিব রাষ্ট্র হয়েও সেটা পেরেছি।

 (শেয়ার করুন,কপি পেস্ট কর্রুন , বার্তাটি ছড়িয়ে দিন)

(ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv/আলী