কৃষি সচিবের সঙ্গে মার্কিন ডেপুটি চিফ অফ মিশনের সাক্ষাৎ

কৃষি সচিবের সঙ্গে মার্কিন ডেপুটি চিফ অফ মিশনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সাথে সম্প্রতি সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন জোয়েন ওয়াগনার। সাক্ষাতে কৃষি খাতে বন্ধন জোরদারকরণ, বাণিজ্য সম্প্রসারণ ও ক্ষুধা দূরীকরণে বাংলাদেশ সরকারের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র দূতাবাসের অঙ্গীকার তুলে ধরতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী চলাকালে, আমাদের বহু অর্জন সম্ভব করতে আমরা দু’দেশ যেসব পন্থায় একসাথে কাজ করেছি সেগুলো সুনির্দিষ্ট করা গুরুত্বপূর্ণ।


এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোধে সারা দেশের যেখানে যা বন্ধ

দেশে প্রবেশ বন্ধ ইউরোপ ও ১২ দেশের নাগরিকের

পরিবারের করোনা উপসর্গে নিজেকে অসহায় মনে হচ্ছে : ওমর সানী

স্মরণকালের সবচেয়ে বেশি ওজনের শিশুর জন্ম


 

বাংলাদেশের কৃষিখাতের বিকাশে দারুণ সাফল্য অর্জনের জন্য কৃষি মন্ত্রণালয়কে অভিনন্দন।

বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশ শস্য প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু কৃষি বিষয়ে ক্রমবর্ধমান গবেষণা ও উন্নয়নের জন্য বেশ সুনাম অর্জন করছে। আমরা এই গঠনমূলক অংশীদারিত্বকে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশায় রয়েছি।

news24bd.tv/আলী